মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৪ নম্বর বারইখালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বারইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত বিএনপি ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সেক্রেটারিদের নিয়ে এই সভা আয়োজন করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বারইখালীকে ফ্যাসিবাদমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা স্থানীয় ও জাতীয় রাজনীতিতে সমন্বিত প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত সভায় বিএনপি ও জামায়াতের ইউনিয়ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন—বারইখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোহিব্বুল্লাহ রফিক, সহ-সভাপতি কাওসার হোসেন খান, সাধারণ সম্পাদক মৌলভী ইলিয়াস হোসেন, নবনির্বাচিত বিএনপি ইউনিয়ন সভাপতি গোলাম রসূল বাবুল, সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
বক্তারা দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা শেষে দলীয় কর্মকৌশল নির্ধারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।