জেলা প্রতিনিধি:বাগেরহাট:
বাগেরহাটে ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আই আর ভি) এর ক্লাইমেট রেজিলিয়েন্ট ফার্মিং- মার্কেট এক্সেস এর প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সকাল ১১ টায় রামপাল উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলার সমাজ সেবা অফিসার মো: শাহিনুর রহমানের সভাপতিত্বে উক্ত প্রকল্প পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী।
উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন আই আর ভি এর প্রধান নির্বাহী মেরিনা পারভীন। প্রকল্প সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ক্লাইমেট রেজিলিয়েন্ট ফার্মিং-মার্কেট এক্সেস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর সৌরভ ভদ্র।
আগামী ৩ বছর তারা রামপাল উপজেলার
উজলকূড় ও ভোজপাতিয়া ইউনিয়নের ৫০০ নারী নিয়ে প্রকল্পটি কাজ করবে বলে তারা জানান।এই প্রকল্পের ব্যায় ধরা হয়েছে ৮৯ লক্ষ ২০ হাজার টাকা।