বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট সরকারি প্রফুল্লচন্দ্র কলেজ শাখার উদ্যোগে ১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় পি.সি. কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পি.সি. কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও পি.সি. কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোল্লা মাসুদ, পি.সি. কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মনিরুজ্জামান, আসাদুজ্জামান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক এস.এম. সাদ্দাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিসি কলেজ শাখার সাবেক আহ্বায়ক শোভন শেখ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আব্দুল্লাহ মাহে রমজানের পবিত্রতা রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি সাধারণ ছাত্রদের উন্নত নৈতিক চরিত্র গঠন ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের তৈরি করার আহ্বান জানান এবং এ লক্ষ্যে ছাত্রশিবিরের সাথে থাকার জন্য উপস্থিত ছাত্রদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সাধারণ ছাত্রসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ইফতার মাহফিল এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।