মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
জাতীয় পরিচয়পত্র পরিষেবা বাংলাদেশ নির্বাচন কমিশন হতে অন্যত্র স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশন ঘোষিত ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করে শেরপুর জেলায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
১৩ মার্চ দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা, ফয়েজুর রহমানসহ জেলা ও সদর উপজেলা নির্বাচন অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ। বক্তারা, সাংবিধানিক ম্যান্ডেট, ভোটার তালিকা প্রণয়ন প্রক্রিয়া, জাতীয় পরিচয় পত্র ও ভোটার তালিকা, ডাটাজেব নিরাপত্তা ও সম্ভাব্য ঝুঁকি, গোপনীয়তা ও তথ্য সুরক্ষা, জনগণের বিপুল অর্থের সাশ্রয়, ভোটার নিবন্ধনে নেতিবাচক প্রভাব, ভোটার তালিকার শুদ্ধতা নিয়ে সন্দেহ, রাজনৈতিক দলগুলোর অভিমতসহ ৯টি দফা দাবি তুলে ধরে জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে থাকা সংবিধানসম্মত, নিরাপদ ও কার্যকর ব্যবস্থা বলে মনে করেন।