বাগেরহাট প্রতিনিধি।।
নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইন হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজ ছাত্রদলের উদ্যাগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১০ ই মার্চ) সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসের সামনে আয়োজিত মানববন্ধনে কলেজ ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ সামীরের সঞ্চলনায় এসময় ছাত্রদল নেতারা বক্তব্য বলেন,শিশু ধর্ষণ সহ সকল ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দায়ের করা মামলার ১৫ দিনের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন ও ৯০ দিনের মধ্যে বিচার কার্য শেষ করার দাবি জানান। তারা আরোও বলেন,বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সারা দেশে নারী ধর্ষণ ও সহিংসতা বন্ধে সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।এসময় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জাকারিয়া হাওলাদার রথি, রেদওয়ান কাদের ,মোঃ জিল্লাল, ফোরকান হাওলাদার, নাজমুল সাকিব, সৈকত, মেহেদী শেখ,রাহাত আলামিন,আবির শেখ, নাবিল হাওলাদার এবং অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা।