1. info@www.dainikgonokotha.com : দৈনিক গণকথা :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১১:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক গণকথা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
সবুজ পৃথিবীর স্বপ্নে বাগেরহাটে ফুলকুঁড়ির বৃক্ষ বিতরণ “মা জননী” শেরপুরের শ্রীববদীতে তারেক রহমানের ৩১ দফা দাবী বাস্তবায়নে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এরশাদ আলম জর্জ  মতবিনিময় সভা করেন  লটারিতে বাইক জিতলেন সাংবাদিক রনি হাসান ফকিরহাটে জুলাই বিপ্লবের বর্ষপূতিতে জামায়াতের খাবার বিতরণ জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে ফকিরহাটে শ্রমিক কল্যাণের প্রস্তুতি সভা প্রবেশ নিষেধাজ্ঞা অমান্য করে হরিণ শিকার, ফাঁদে ছয়লাব সুন্দরবন মৎস্যজীবি দল ভালুকা পৌর শাখার ০৩নং ওয়ার্ড এর  কমিটি অনুমোদন বাড়ি সংলগ্ন রাস্তা নিয়ে বিরোধ, মারামারিতে আহত NCP নেতা নুহু ইসলাম সহো বেশ কয়েকজন। পাইকগাছায় পল্লী সড়ক ও কালভার্ট মেরামতে  ২০ জন এলসিএস নিয়োগ

ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

ময়মনসিংহ জেলা উন্নয়ন সম্পন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২০অক্টোবর রবিবার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্ ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় জেলা স্বাস্থ্যবিভাগ জানায়, ডেঙ্গু প্রতিরোধে নগরীতে বিশেষ বার্তা ও লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। স্ব স্ব অফিস প্রাঙ্গণ পরিষ্কার রাখার ব্যাপারে বলা হয়েছে। সভায় জানানো হয়,আগামী ২৪ অক্টোবর থেকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হবে। ১০-১৪ বছর বয়সী মেয়েদের জন্য এ কার্যক্রম পরিচালনা করা হবে। তবে ভ্যাকসিনেশনের জন্য জন্মনিবন্ধন সনদ দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।

 

সিটি কর্পোরেশনের প্রতিনিধি জানান, মশার উৎপত্তিস্থল ধ্বংসে নগরীর ভিতরে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। তবে নির্মানাধীন ভবনের বর্জ্যসমূহ রাস্তার পাশে অথবা ড্রেনে ফেলে দেয়া হয়। এ ব্যাপারে জনসচেতনতা জরুরী। নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে এ সময় জেলা প্রশাসক নির্দেশনা দেন।

 

সড়ক ও জনপদ বিভাগ জানায়, আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত রোড ডিভাইডার ও মহাসড়কের অংশ মেরামত করা হয়েছে। যেগুলো বাকি আছে সেগুলোরও কাজ সম্পন্নের পথে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবৈধ দখলকৃত জায়গা উদ্ধারে অভিযান কার্যক্রম পরিচালনার কথা জানানো হয়। ত্রিশাল থেকে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থার কথা উল্লেখ করে জেলা প্রশাসক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে রাস্তাটি মেরামতের কথা বলেন। বন্যায় ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট ধোবাউরার রাস্তা দ্রুত মেরামতের ব্যাপারেও উল্লেখ করেন তিনি।

 

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার আয়মন নদী পুন:খনন ও নদীটির সংরক্ষণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। জেলার কয়েকটি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলো পানি নামলে সরেজমিনে পর্যবেক্ষণ করা হবে। এরপর স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বন্যাকবলিত উপজেলাগুলোর বিদ্যালয়ের সামনের রাস্তাঘাট মেরামতের ব্যাপারে সভায় দৃষ্টি আকর্ষণ করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ময়মনসিংহ জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান উন্নয়ন কাজের সংখ্যা ১৩২টি বলে জানানো হয়।

 

বিদ্যুৎ বিভাগ ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে গরম কমে আসায় লোডশেডিং কমে আসার কথা জানানো হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, সাম্প্রতিক বন্যায় জেলার ধোবাউড়া, হালুয়াঘাট ও ফুলপুর উপজেলাসহ মোট ৯টি উপজেলায় ২৬ হাজার ২৮৩ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় গ্রামপর্যায়ে বাড়ির

আঙিনাসহ পতিত জমিতে পাতাজাতীয় সবজি রোপনের পরামর্শ প্রদান করার কথা জানান। এছাড়া অন্যান্য সরকারি দপ্তরসমূহের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে বলে সভায় জানানো হয়।

 

আজকের মাসিক উন্নয় সমন্বয় সভায় ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং ময়মনসিংহের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© দৈনিক গণকথা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট