“গাছ লাগিয়ে বেশি বেশি, পরিবেশটাকে সুস্থ রাখি”—এই স্লোগানকে ধারণ করে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকাল ১১টায় বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় কিশোর থিয়েটার পরিচালক মো. আবু হানিফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বি. এম. মুসা খান এবং ফুলকুঁড়ি আসর বাগেরহাট শাখার সাবেক পরিচালক ফয়সাল আহমেদ।
শাখা পরিচালক সাব্বির হাসান -এর সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে অতিথিরা পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব ও গাছের সঠিক পরিচর্যার বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
উল্লেখ্য, এসময় অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হয়।