আনাস হুসাইন,ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:
আগামী ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ফকিরহাটে প্রস্তুতি সভা করেছে দলটির অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার মুস্তাফিজুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি ইখলাসুর রহমান।
সভায় মাস্টার মুস্তাফিজুর রহমান বলেন, “জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের স্মৃতিবাহী সময়ে জাতীয় সমাবেশ জাতীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তের বিনিময়ে স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করার পরও যে লক্ষ্য ও উদ্দেশ্য ছিল, তা বাস্তবায়নের জন্য জামায়াতে ইসলামীর এ আয়োজন।” তিনি সমাবেশ সফল করতে উপজেলার সর্বস্তরের শ্রমিক জনশক্তিকে অংশগ্রহণের আহ্বান জানান।
সভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯ জুলাই দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচিকে ঘিরে দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন মাঠপর্যায়ে প্রস্তুতিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
দৈনিক গণকথা/সম্পাদক ও প্রকাশক
মোঃ তরিকুল ইসলাম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বাগেরহাট প্রধান কার্যালয়:
বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত