আনাস হুসাইন, (বাগেরহাট) ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার ডাকবাংলা মোড়স্থ নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচি পালন করে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমান, সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম, ফকিরহাট উপজেলা যুব বিভাগীয় সহকারী সেক্রেটারি হাফেজ আব্দুস সামাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মাওলানা এবিএম তৈয়াবুর রহমান বলেন, "জুলাই-আগস্ট আন্দোলনের মূল চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ গঠন। এই বৈষম্য দূর করতে হলে রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার প্রয়োজন। শহীদ পরিবারগুলোর দাবি হচ্ছে—প্রথমে গণহত্যার বিচার, তারপর নির্বাচন। ইন্টেরিম সরকারকে অবশ্যই খুনি হাসিনাসহ সকল দোসরের বিচার নিশ্চিত করতে হবে। না হলে আরেকটি প্রহসনের নির্বাচন দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েম করবে, যা দেশের মানুষ মেনে নেবে না।"
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী শুধু জুলাই-আগস্টকে স্মরণ করে না, বরং সেই চেতনা ধারণ করেই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।”
এ সময় উপজেলা সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম বলেন, “জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দ্রুত গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। চাঁদাবাজি ও দখলদারমুক্ত দেশ গড়তে জামায়াত অঙ্গীকারবদ্ধ।”
দৈনিক গণকথা / সম্পাদক ও প্রকাশক
মোঃ তরিকুল ইসলাম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বাগেরহাট প্রধান কার্যালয়:
বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত