মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
২০২৪-২০২৫ অর্থবছরে অবৈধ বালু উত্তোলন রোধ ও পরিবেশ রক্ষা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম রাসেল'কে শ্রেষ্ঠ সম্মাননা প্রদান করা হয়েছে।
শেরপুর জেলা প্রশাসক মোঃ তরফদার মাহমুদুর রহমান ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম রাসেল'কে জেলায় এই শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার প্রদান করেন।
শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার পাওয়ায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল আলম রাসেল,এর অনুভূতি জানতে চাইলে তিনি প্রতিনিধিকে বলেন, ভালো কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা পাওয়ায় তার কাজের প্রতি আগ্রহ আরো বৃদ্ধি পাবে। কাজের স্বীকৃতি প্রত্যেক মানুষের কর্মের স্বীকৃতি। তেমনি প্রত্যেক মানুষেরই খুশি হবার কথা। তাই আমি ও খুশি হয়েছি। এই সম্মাননা আমি অবহেলিত ঝিনাইগাতী উপজেলাবাসীকে উৎসর্গ করছি। আমার কাজে তারা সার্বিক সহযোগিতা করেছেন বলেই আজ আমি এই সম্মাননা পেলাম। তিনি শেরপুর জেলা প্রশাসক মহোদয়কে কৃতজ্ঞতা জানান।
সম্পাদক ও প্রকাশক/ মোহাম্মাদ তরিকুল ইসলাম
মোঃ তরিকুল ইসলাম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বাগেরহাট প্রধান কার্যালয়:
বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত