মোঃনাজমুল মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতাঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে সোমবার (৩০ জুন) দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে—একটি জলবায়ু অভিযোজন পরিকল্পনার (LLAP) অনুমোদন সভা এবং অপরটি আন্তঃধর্মীয় সংলাপ।
দুপুর ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় স্থানীয় অভিযোজন পরিকল্পনা অনুমোদন সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।
“নবপল্লব” প্রকল্পের আওতায় আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়ন সংস্থা ও গণমাধ্যম প্রতিনিধিরা।
পরিকল্পনার সার্বিক দিক তুলে ধরেন কেয়ার বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা নাজমুল হক রেজোয়ান। তিনি জানান, স্থানীয় জনগণের অংশগ্রহণ, সম্পদ মানচিত্র, ঋতুপঞ্জি ও ঝুঁকি বিশ্লেষণের ভিত্তিতে এ পরিকল্পনা তৈরি করা হয়েছে।
এই প্রকল্পটি কেয়ার বাংলাদেশের নেতৃত্বে, UK International Development-এর সহায়তায় এবং CNRS, Cordaid, Friendship, IDE ও DSK-এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।
বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে গৃহীত এমন উদ্যোগ জলবায়ু সহনশীলতা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই জীবিকা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে সকাল ১০টায় একই ভেন্যুতে “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যে এক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এ সংলাপের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন পিএফজি’র উপজেলা সমন্বয়ক ফারুক হোসেন সামাদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বদরুদ্দোজা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মতলুবর রহমান, বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ধর্মের প্রতিনিধি—ইমাম, পুরোহিত ও বীর মুক্তিযোদ্ধারা।
বক্তারা বলেন, বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। ধর্মকে পুঁজি করে কেউ যেন বিভেদ ছড়াতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। গুজব ও উসকানি থেকে বিরত থেকে সত্য তথ্য যাচাইয়ের আহ্বান জানান বক্তারা।
সব ধর্ম-বর্ণের মানুষের মিলেমিশে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানানো হয় সংলাপে।
দৈনিক গণকথা / সম্পাদক ও প্রকাশক