মোঃ আশরাফুল ইসলাম
নিজস্ব প্রতিনিধি
আজ নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামে বাড়ির সংলগ্ন একটি রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে মুখোমুখি হন স্থানীয় NCP (ন্যাশনাল সিটিজেন পার্টি) নেতা নুহু ইসলাম ও তার প্রতিবেশী সেলিম রাজা।
দীর্ঘদিন ধরে বাড়ির পাশ দিয়ে যাতায়াতের রাস্তা নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। আজ তা চরমে পৌঁছে লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী মারামারি শুরু হয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন, যাদের মধ্যে নুহু ইসলামের অবস্থা গুরুতর। তাঁর মাথায় বড় ধরনের আঘাত লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পরবর্তীতে নুহু ইসলামসহ তাঁর পরিবারের সদস্যদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তা সমাজের সকলের প্রয়োজন — এটি কোনো একক মালিকানা বা আধিপত্যের জায়গা নয়। প্রতিবেশিরা একে অপরের পরিপূরক; তাই সকলের সুবিধার জন্য রাস্তা উন্মুক্ত রাখাই মানবিক ও সামাজিক দায়িত্ব।
আমরা স্থানীয় প্রশাসন ও মাননীয় ইউএনও মহোদয়ের নিকট বিনীত অনুরোধ করছি—
এই ঘটনার সঠিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং রাস্তা নিয়ে স্থায়ী সমাধান প্রদান করা হোক যেন ভবিষ্যতে এমন দুঃখজনক পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।
দৈনিক গণকথা / সম্পাদক ও প্রকাশক