ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী “কাব কার্নিভাল-২০২৫”। সোমবার উপজেলার ঐতিহ্যবাহী আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সবুজ চত্বরে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা স্কাউটসের উদ্যোগে এ কার্নিভালের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী, ৩০ জন কাব লিডার ও স্কাউট সদস্যরা অংশ নেন।
জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন।
কার্নিভালে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা আঞ্চলিক স্কাউটের সহ-সভাপতি মো. আসাদুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা এবং উপজেলা স্কাউটসের সম্পাদক শেখ সুমন হোসেন।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা স্কাউটসের কমিশনার মো. শাহিনুর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জামান, জেলা গার্ল-ইন-স্কাউটিং এর সহ-কমিশনার ফারহানা হোসেন, এএলটি মোড়ল মিজানুর রহমানসহ আরও অনেকে।
দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীরা নানা ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নিয়ে আনন্দঘন পরিবেশ তৈরি করে
সম্পাদক ও প্রকাশক / মোহাম্মাদ তরিকুল ইসলাম