এস এম হুমায়ুন ন্যাশনাল ডেস্ক
জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মুঈনুল ইসলাম। গত বুধবার (২৫ জুন) সংগঠনটির অনুষ্ঠিত কাউন্সিলে নির্বাচিত হন তিনি।
জানা যায়, সংগঠনের চারটি গুরুত্বপূর্ণ পদ—সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং মুখপাত্র পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ঢাকা কলেজের শিক্ষার্থী ও বাগেরহাটের কৃতি সন্তান মুঈনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক পদে ২৩ ভোটের মধ্যে ১৯টি ভোট পেয়ে বিপুল ব্যবধানে নির্বাচিত হন।
এছাড়াও সভাপতি পদে নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রশিদুল ইসলাম (রিফাত রশিদ), সাধারণ সম্পাদক পদে হাসান ইনাম এবং মুখপাত্র হিসেবে নির্বাচিত হয়েছেন সিনথিয়া জাহীন আয়েশা।
মুঈনুল ইসলাম ঢাকা কলেজের বাংলা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়। এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে মুঈনুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি সার্বজনীন প্ল্যাটফর্ম। আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সব মতের ও পথের মানুষ এই ব্যানারে একত্রিত হয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করার সংগ্রামে অংশ নিয়েছে। আমাদের প্রধান কাজ হবে এই প্ল্যাটফর্মকে পুনরায় সার্বজনীন রূপে ফিরিয়ে আনা এবং জুলাইয়ের অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করা। শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে আমরা একটি মধ্যস্থতাকারী ও পেশাজীবী গ্রুপ হিসেবে কাজ করব।