রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী মহানগরীতে লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) আয়োজিত বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় তামাক ব্যবহারের ক্ষতিকর প্রভাব এবং তামাকমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রতিবেদকের সংবাদ অনুসারে, তামাক ব্যবহারের কারণে বছরে প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষ মৃত্যুবরণ করছে এবং প্রায় ৫ লাখ মানুষ পঙ্গুত্ববরণ করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ক্যানসার সোসাইটির গবেষণায় দেখা গেছে, তামাকজনিত রোগের চিকিৎসায় দেশের অর্থনীতিতে প্রায় ৩০ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। তামাকের প্রভাব শুধু স্বাস্থ্যেই নয়, অর্থনীতি এবং পরিবেশেও বিরূপ প্রভাব ফেলে। বক্তারা সমন্বিত উদ্যোগ গ্রহণ করে এই ক্ষতি কমানোর আহ্বান জানান।
বাংলাদেশ সরকার ২০৪০ সালের মধ্যে দেশটিকে সম্পূর্ণ তামাকমুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে এবং এ লক্ষ্যে ইতিমধ্যেই নানা প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) ও ডব্লিউবিবি ট্রাস্টের সহযোগিতায় লফস বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় তামাক বিরোধী সাইন বিতরণ করা হয় এবং স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারী সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করা হয়। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে তামাক ব্যবহারের হার কমানো সম্ভব বলে বক্তারা মত প্রকাশ করেন। এছাড়াও তামাক কোম্পানিগুলোর প্রচার বন্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা জোর দিয়ে বলা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফ.এম আঞ্জুমান আরা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের কমিউনিটি ডেভেলপমেন্ট সেকশনের গবেষণা কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মো: আজিজুর রহমান, ও আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সকিনা খাতুন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিনাকল স্টাডি হোমের প্রধান শিক্ষক মো: সেকেন্দার হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ফুড এন্ড স্যানিটেশন কর্মকর্তা শেখ আরিফুল হক, এসবিএমএসএসের প্রধান হিসাব কর্মকর্তা অনজুশ্রী বিশ্বাস, লক্ষীপুর দু:স্থ্য মহিলা শিল্প সংস্থার সভানেত্রী সুফিয়া ইসলাম, রাসিক ও লতা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন লফসের নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন।
সভা পরিচালনা করেন লফসের প্রোগ্রাম অফিসার মুক্তা সরকার।
এছাড়াও লফসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় তামাকমুক্ত সমাজ গঠনে সকলের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব আরোপ করা হয়।
মোঃ তরিকুল ইসলাম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বাগেরহাট প্রধান কার্যালয়:
বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত