বাবুল রহমান রবিন
গাইবান্ধা জেলা প্রতিনিধি
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিক ও মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু, গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) দ্রুত অনুমোদন এবং জানুয়ারি ২০২৫ হতে বকেয়া বেতন ভাতাসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ শনিবার সকালে বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে
জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক চৌধূরী মোয়াজ্জম আহম্মদ এর কাছে একটি স্মারক লিপি প্রদান করেন।
মানববন্ধনে মো. আশরাফুল ইসলাম প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, শিক্ষক মুফফিকুর রহমান,সাধারণ কেয়ার টেকার আফসার আলী, ফিল্ড সুপারভাইজার আনোয়ারসহ অন্যরা।
এসময় বক্তারা তাদের বেতন ভাতা সহ ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানান। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা।
তারা আরো বলেন, পরিকল্পনা মন্ত্রণালয় তাদের সাথে এক প্রকার তালবাহানা করেছেন। গত ঈদুল ফিতর বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছিলেন।আগামী ঈদুল- আযহার আগেই যেন সরকার এই বেতন ভাতা ও পাচ দফা দাবি মেনে নেয়।