মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি -:
খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো.মনিরুজ্জামান মন্টু বলেছেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রদেয় ৩১দফা বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। একটি অস্থিতিশীল অবস্থাকে স্থিতিশীল করতে বিএনপির বিকল্প নেই। বিএনপি একমাত্র দল দেশ, মাটি ও মানুষের কথা বলে। দেশ ও জনগনের স্বার্থে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দিক-নির্দেশনায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থায় আগামীর বাংলাদেশ হবে গৌরবময় ও দুর্নীতিমুক্ত।
শনিবার বিকেলে খুলনার দিঘলিয়ার সেনহাটি ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ইউনিয়ন বিএনপির আহবায়ক মোসলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্ধোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু।বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জিএম কামরুজ্জামান টুকু ও অধ্যাপক মনিরুল হক বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খান আতাউর রহমান রনু, জেলা বিএনপি’র সদস্য মল্লিক আব্দুস সালাম, বিএনপি নেতা সৈয়দ মাহামুদ আলী ও নাসির শেখ প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, মোজাম্মেল শরীফ, ইকবাল শরীফ, মোল্লা নাজমুল ইসলাম, মোল্লা মনিরুজ্জামান, বিল্লাল মোল্লা, জাকির গাজী, কুদরতে এ এলাহী স্পিকার, ফারুক খন্দকার, মামুন রেজা অপু, মিঠু মোল্লা, আব্দুল কাদের জনি, মোঃ টুটুল, মনিরুল গাজী ও হিমেল গাজী প্রমুখ।