মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় গ্রামে এক মুসলিম পরিবারে ২৪ ডিসেম্বর ১৯৯১ সালে জন্মগ্রহণ করেন
মোঃ মনিরুজ্জামান। পিতা মোঃ আব্দুর রাজ্জাক এবং মাতা মল্লিকা বেগমের তিন সন্তানের মধ্যে তিনি সবার বড়। তার সহধর্মিণী একজন গৃহিণী। তাদের একমাত্র কন্যা আনহা বিনতে জামান। মনিরুজ্জামানের আরও এক ভাই ও এক বোন রয়েছেন। তার ভাই রনি মিয়া বর্তমানে সৌদি প্রবাসী এবং ছোটো বোন মাহি ঝিনাইগাতী আদর্শ মহিলা কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়ণরত আছেন।
ছোটো থেকেই মনিরুজ্জামান অনেক মেধাবী ছিলেন। তিনি আহমদ নগর উচ্চ বিদ্যালয় থেকে ২০০৮ সালে মাধ্যমিক এবং শেরপুর সরকারি কলেজ থেকে ২০১০ সালে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
তার প্রথম কর্মজীবন শুরু হয় ১৬ ফেব্রুয়ারি ২০২০ হলদীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝিনাইগাতী-এর সহকারী শিক্ষক হিসেবে। তিনি অনেক মেধাবী ছাত্র ছিলেন।
সম্মান শেষ বর্ষের পরীক্ষা শেষ করে তিনি বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেন। দিন রাত অকাতরে পরিশ্রম করে অবশেষে স্বপ্ন পুরণ করেছেন।
তিনি ঝিনাইগাতী উপজেলার গর্ব। মনিরুজ্জামান তার প্রথম বিসিএস ৩৮ তম বিসিএস পরীক্ষাতেই বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।এরপর ১৪/০২/২০২১ খ্রি. তারিখে তিনি প্রভাষক, ইংরেজি পদে সান্তাহার সরকারি কলেজ, বগুড়ায় যোগদান করেন।
প্রায় ৪ বছর সেখানে কৃতিত্বের সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া প্রভাষক, ইংরেজি পদে কর্মরত রয়েছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, মনিরুজ্জামান বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত থেকে অসহায় পরিবারের মাঝে সাহায্য ও সহযোগিতা করেন।
৭ অক্টোবর ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ও সংকটকালে তার সাধ্যমতো অসহায় পরিবারের পাশে দাঁড়ান।
মোঃ তরিকুল ইসলাম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বাগেরহাট প্রধান কার্যালয়:
বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত