মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
“মূলমন্ত্র কল্যাণ সাধন ঝিনাইগাতীর উন্নয়ন” এই প্রতিপাদ্য সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী স্বেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানে ঝিনাইগাতী আসঝি অন্যতম বৃহত্তম একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত।
ঝিনাইগাতী উপজেলার বাঁকাকুড়া স্কুল মাঠ প্রাঙ্গন আলোর সন্ধানে ঝিনাইগাতী আসঝি সংগঠনের উদ্যোগে ৬ মে সকাল ১১.০০ ঘটিকা হতে দুপুর ২.৩০ পর্যন্ত বাঁকাকুরা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
অত্র ক্যাম্পেইনে স্কুলের শিক্ষক,শিক্ষিকা, শিক্ষার্থী এবং প্রতিবেশীরা বিনামূল্যে রক্তের গ্রুপ ক্যাম্পেইনে প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
দীর্ঘদিন থেকে স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলোর সন্ধানে ঝিনাইগাতী আসঝি সংগঠনের প্রতিষ্ঠাতা মো:হারুনর রশিদ, বাঁকাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক বৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা হারুনর রশীদ বলেন, আলোর সন্ধানে ঝিনাইগাতী আসঝি স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক কাজে সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে এবং পাশে থাকার চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ সংগঠনের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।