মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:“শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক ফেডারেশনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১মে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সন্মুখে এইসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।i
র্যালী শেষে ঝিনাইগাতী ধানহাটি মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান এর সঞ্চালনায় আন্তর্জাতিক মহান মে দিবসের গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ,ট্রাক শ্রমিক ফেডারেশনের সভাপতি সেরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফকির মো. আব্দুল্লাহ আল মামুন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফকির মো:মনিরুজ্জামান সোহাগ সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।