1. info@www.dainikgonokotha.com : দৈনিক গণকথা :
বুধবার, ০৭ মে ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক গণকথা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জীবন হাত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সড়ক অবরোধ আলোর সন্ধানে ঝিনাইগাতী আসঝি সংগঠনের পক্ষথেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত!  সাংবাদিকতায় নীতি-নৈতিকতা বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  সাংবাদিককে কারাদণ্ড দেওয়া সেই ইউএনওকে রংপুর বিভাগে বদলি বাগেরহাটে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কমিটি গঠন তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা। রামপালে নবনির্বাচিত এ্যাড হক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় সাতক্ষীরার কৃতি সন্তান তৈয়েব হাসান বাবু ফিফা’র আমন্ত্রণে যাচ্ছেন বাগদাদ অবশেষে সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু  মোহনপুর এসএসসি পরীক্ষাকেন্দ্রে চলছে কোচিং বানিজ্য 

বারুইপাড়া পি.সি. মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন, সভাপতি হলেন ইমাদুদ্দীন মুহাম্মদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বারুইপাড়া পি.সি. মাধ্যমিক বিদ্যালয়ে নতুন এডহক ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৫ সালের ২৮ এপ্রিল তারিখে এক অফিস আদেশে এই কমিটির অনুমোদন প্রদান করে।

নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও তরুণ আলেম নেতা মাওলানা ইমাদুদ্দীন মুহাম্মদ। তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও আদর্শবান সংগঠক, যিনি বর্তমানে বারুইপাড়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী বারুইপাড়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হিসেবেও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।

মাওলানা ইমাদুদ্দীন মুহাম্মদ শুধু একজন শিক্ষকই নন, তিনি একজন সংগ্রামী নেতা, যিনি বিভিন্ন সময়ে রাজনৈতিক হয়রানির শিকার হয়ে কারাবরণ করেছেন। তিনি বারুইপাড়া সিদ্দিকিয়া সিনিয়ার ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ.বি. এম. মুজিবুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান।

কমিটির অন্য সদস্যরা হলেন— জেলা শিক্ষা কর্মকর্তা মনোনীত সাধারণ শিক্ষক সদস্য নকিব মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত অভিভাবক সদস্য মো. বখতিয়ার হোসাইন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, যিনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এই এডহক কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করতে হবে।

দায়িত্বপ্রাপ্ত সভাপতি মাওলানা ইমাদুদ্দীন মুহাম্মদ বলেন, “আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য নিয়ে আমি এ দায়িত্ব গ্রহণ করেছি। বিদ্যালয়ের শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক পরিবেশ রক্ষা করাই আমার মূল অগ্রাধিকার। আমি বিশ্বাস করি, শিক্ষার্থীদের মাঝে মূল্যবোধ, আত্মনিয়ন্ত্রণ ও দেশপ্রেম গড়ে তুলতে পারলে জাতি গঠনের ভিত্তি শক্তিশালী হবে। আমি সবার সহযোগিতা নিয়ে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও দায়িত্বশীল কমিটি পরিচালনার চেষ্টা করব ইনশাআল্লাহ।”

কমিটিতে অভিজ্ঞ ও দায়িত্বশীল ব্যক্তিদের অন্তর্ভুক্তির খবরে অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আশার সৃষ্টি হয়েছে। স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করেন, এ কমিটি বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, বারুইপাড়া পি.সি. মাধ্যমিক বিদ্যালয় বাগেরহাট সদর উপজেলার একটি সুপ্রতিষ্ঠিত ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার আলো ছড়িয়ে আসছে। নতুন নেতৃত্বের হাত ধরে প্রতিষ্ঠানটি আরও নৈতিক, আধুনিক ও যুগোপযোগী শিক্ষার দিশারী হিসেবে প্রতিষ্ঠিত হবে—এমন প্রত্যাশা সকলের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© দৈনিক গণকথা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট