মোঃ ইকরামুল হক রাজীব
বিশেষ প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের ঐতিহ্যবাহী আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক
কমিটির পরিচিত সভা বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় প্রধান শিক্ষকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রধান
শিক্ষিকা সৈয়দা আনোয়ারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবগঠিত এডহক কমিটির
সভাপতি শেখ তানভীর ইসলাম লিমন, সাধারন শিক্ষক সদস্য শেখ সমুন হোসেন, অভিভাবক সদস্য নাদিরা আফরোজ,
বিদ্যালয়ের দাতা সদস্য ও ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলীসহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
এডহক কমিটির সভাপতি শেখ তানভীর ইসলাম এ প্রতিবেদককে জানান, এই বিদ্যালয়ে তিনি নিজেই পড়াশোনা
করেছেন। কাজেই বিদ্যালয়ের শিক্ষারমান উন্নয়নে সব ধরনের সহযোগিতা করার উপর গুরুতারোপ করেন তিনি। পরে
বিদ্যালয়ের শিক্ষকরা তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।