বিশেষ প্রতিনিধি মোঃ জামাল হোসেন খান
চট্টগ্রাম , দেশের সার্বিক নিরাপত্তা রক্ষায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) দিবাগত রাতে কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী পাড়ায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী।
অভিযানে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে দিল মোহাম্মদ রায়হান নামের একজন ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র (শর্ট গান), ৩ রাউন্ড তাজা গুলি এবং ৩টি দেশীয় ধারালো অস্ত্র।
আটককৃত ব্যক্তি ও জব্দকৃত অস্ত্রশস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনীর এমন অভিযান এলাকায় সুরক্ষা এবং জননিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
মোঃ তরিকুল ইসলাম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বাগেরহাট প্রধান কার্যালয়:
বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত