মোঃ ইকরামুল হক রাজিব
বিশেষ প্রতিনিধি
বাগেরহাটে রামপালের গৌরম্ভায় বিএনপি নেতা মাহাফুজুর রহমানের বিরুদ্ধে সাংবাদিক কে মেরে আহত করার প্রতিবাদে তিন শতাধিক গ্রামবাসী মানববন্ধন করেছেন।
শুক্রবার (৪ এপ্রিল ) বিকাল ৫টায় গৌরম্ভা বাস ষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিএনপির নেতা কর্মীরা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য দেন, বিএনপির সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান আছাদ,সাধারণ সম্পাদক মোঃ শরাফত হোসেন, সাবেক চেয়ারম্যান সরদার লিয়াকত হোসেন, সাবেক ছাত্রনেতা মোঃ রিপন শেখ, হামলায় আহত সাংবাদিক কবির আকবর ও আমির ঢালী প্রমুখ।
বক্তারা বলেন, বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভার কচুয়া অংশের প্রায় দেড় থেকে দুই কিলোমিটার নদী খননের সময় গ্রামবাসী ঠিকাদারের লোকজনকে খননকৃত নদীর পাড় উচু করে দেওয়ার দাবী করলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা না করে নদীর মাঝে বাঁধ দেয়। এই অবৈধ বাঁধ দেওয়ার পর গত ২৫ মার্চ বিকালে কচুয়ার বাঁধের কাছে শরাফত শেখ, ফিরোজ আকুঞ্জী, মুরাদ আকুঞ্জী, মো: আসিফ খলিফা সহ স্থানীয় আরো লোকজনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রামবাসীর উপর বিএনপি নেতা মাহফুজুর রহমান ও তার বাহিনীরা হামলা করে। এতে সাংবাদিক কবির আকবর সহ অনেকে আহত হয়। এ মানববন্ধন থেকে কড়া হুশিয়ারি দিয়ে খাল দখলবাজ বিএনপি নেতা মাহফুজের বহিস্কার ও বিচার দাবি করেন এলাকাবাসী।
এ বিষয়ে সাংবাদিক কবির আকবর জানান, গ্রামবাসী আমাকে ঘটনাস্থলে ডেকে নিয়ে যান দেখার জন্য। এ সময় উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে আমাকেও মেরে আহত করে মাহফুজ বাহিনী। আমার উপর এই সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচার চাই।
মোঃ তরিকুল ইসলাম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বাগেরহাট প্রধান কার্যালয়:
বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত