মোঃনাজমুল মোরেলগঞ্জঃ
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিল এলাকায় নতুন করে সৃষ্ট আগুনের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন মোরেলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।
সোমবার (২৪ মার্চ) দুপুরে তিনি আগুন লাগা শাপলারবিল এলাকায় যান, যা মোরেলগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত। সেখানে তিনি বনবিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সুন্দরবন রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, পূর্ব সুন্দরবনের ওই এলাকায় আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ছোট ছোট ধোঁয়ার কুণ্ডলি দেখা গেলেও বড় ধরনের আগুনের শিখা নেই। তবে পানি সংকটের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা যথাযথভাবে কাজ করতে পারছেন না। জোয়ার-ভাটার ওপর নির্ভর করেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। দুপুর দেড়টার পর থেকে পানির অভাবে ফায়ার সার্ভিসের কার্যক্রম বন্ধ ছিল, তবে বিকেলে জোয়ারের পানি এলে আবারও কাজ শুরু হবে।
তিনি আরও জানান, রোববার রাত থেকে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আগুন যাতে নতুন এলাকায় ছড়িয়ে না পড়ে, সে জন্য বনবিভাগ ও স্থানীয়রা মিলে ফায়ার লাইন কেটে দিয়েছে। কিন্তু পানি সংকটের কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সুন্দরবনে বারবার আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও কারা এর সঙ্গে জড়িত—এসব বিষয়ে তদন্ত করতে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দিপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় নির্বাহী কর্মকর্তার সঙ্গে ছিলেন বনবিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, মোরেলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির।