মোঃনাজমুল মোরেলগঞ্জঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে এক মর্মান্তিক ঘটনায় ৬০ বছর বয়সী আজাদ ফরাজি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রবিবার (২৩ মার্চ) দুপুরে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির বারান্দায় গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।পারিবারিক সূত্র জানায়, আজাদ ফরাজি দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে ভুগছিলেন। এছাড়া, স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও মানসিক চাপে ছিলেন তিনি। এসব কারণেই তিনি চরম হতাশায় ভুগছিলেন বলে জানা যায়।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ বের করার চেষ্টা চলছে।