মোঃ নাজমুল, মোরেলগঞ্জ:
বাগেরহাটের মোরেলগঞ্জে ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে ইয়ুথনেট গ্লোবাল ও অ্যাকশনএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত ‘বিল্ডিং এজেন্সি ইয়ুথ ইন ক্লাইমেট অ্যাকশন’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় পর্যায়ের যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৬ মার্চ)সকাল ১১ টায় উপজেলার খাউলিয়া ইউনিয়নের সন্যাসী সিসিআরসি পশরবুনিয়া জলবায়ু সহনশীল কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিআরসি সাধারণ সম্পাদক আবুল কালাম, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এছাড়াও ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ, বিভিন্ন সংগঠনের যুব প্রতিনিধি, প্রকল্পের উপকারভোগী এবং সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যুব নেতৃত্বের ভূমিকা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ ও স্থানীয় পর্যায়ে তার সমাধানের গুরুত্ব তুলে ধরেন এবং তরুণদের কার্যকর উদ্যোগ গ্রহণে উৎসাহিত করেন।
প্রকল্পের ইয়ুথ মোবিলাইজার মেহেরাব আলম অপি জানান, এই প্রকল্পের মাধ্যমে মোরেলগঞ্জের ২০০-এর অধিক তরুণকে জলবায়ু প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ১৪টি স্থানীয় তরুণ সংগঠনকে গ্রান্ট প্রদান করা হয়েছে। যার মাধ্যমে তারা বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।
বক্তারা আরও বলেন, এই প্রকল্পটি স্থানীয় যুবদের মধ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই উদ্যোগ দীর্ঘমেয়াদে জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।