মোঃনাজমুল মোরেলগঞ্জঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শ্রেণীখালি এলাকায় পানিতে ডুবে ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুর নাম মোঃ ফাহিম খান। তার বাবার নাম সোহাগ খান এবং নানার নাম আলী হোসেন শেখ।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, ফাহিম শ্রেণীখালি এলাকায় নদীতে ভেসে আসা একটি টগরের স্তুপের ওপর বসে খেলছিল। খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। সাথে থাকা আরেকজন শিশু তাকে উদ্ধারের চেষ্টা করলেও সফল হয়নি।
স্থানীয়দের ধারণা, শিশুটি নদীর পাড়ে ফেলা জিওব্যাগের মধ্যে আটকে থাকতে পারে। নিখোঁজ শিশুর সন্ধানে পরিবারের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উদ্বিগ্ন।
শিশুটির সন্ধান পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে:
📞 যোগাযোগ: 01511-448833
শিশুটির দ্রুত সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।