মোংলা(বাগেরহাট)প্রতিনিধিঃ
রামপালে বিএনপি নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা ও তুহিনে পদত্যাগ দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১ টায় রামপালের ফয়লাহাট বাসস্টান্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারীর সভাপতিত্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অথিতির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম,
এসময়ে বক্তারা সম্প্রতি বিএনপি নেতা-কর্মীদের উপর নৃশংস হামলা করে গুরুতর আহত করে পঙ্গু করে দেয়ার ঘটনার বিচার দাবী, একের পর হামলা বন্ধ এবং আওয়ামী সন্ত্রাসী কর্তৃক বিএনপি নেতা-কর্মীদের হামলার কারণে হাফিজুর রহমান তুহিনের পদত্যাগের দাবীও জানান।
সমাবেশে বিশেষ অথিতি হিসেবে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, আলতাফ হোসেন বাবু, মাহাতাব আলী মোড়ল, হাওলাদার জাহিদুল ইসলাম, তিতাস শেখ, শেখ আব্বাস আলী, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সেচ্ছাসেবক দলেন আহবায়ক কাজী অজিয়ার রহমান, মো. আক্তারুল মোড়ল, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, পল্লব হোসাইন রাজু, শেখ ইয়াছিন আরাফাতসহ অংঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ তরিকুল ইসলাম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বাগেরহাট প্রধান কার্যালয়:
বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত