এস এম হুমায়ুন বাগেরহাট প্রতিনিধি।।
নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইন হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বাগেরহাটে বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যাগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১০ ই মার্চ) সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসের সামনে আয়োজিত মানববন্ধনে কলেজ ছাত্রদল নেতারা বক্তব্য বলেন,শিশু ধর্ষণ সহ সকল ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দায়ের করা মামলার ১৫ দিনের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন ও ৯০ দিনের মধ্যে বিচার কার্য শেষ করার দাবি জানান। তারা আরোও বলেন,বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সারা দেশে নারী ধর্ষণ ও সহিংসতা বন্ধে সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।এসময় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মো: মোজাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম হাওলাদার, আব্দুল কুদ্দুস ও ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সাকিবুর রহমান সবুজ, সিহাব,জিহাদ,রুপা আক্তার রুমা আক্তার এবং অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা।