বিশেষ প্রতিনিধি-মোঃ জামাল হোসেন খান
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহবায়ক সালাম মৃধা ও যুগ্ন-আহবায়ক সোহেল ফরাজীসহ ২ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
রবিবার (৯ মার্চ) দলটির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আসাদুল্লাহ খানকে কুপিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দেয়ার মত সহিংস ঘটনার সাথে যুক্ত থাকার গুরুতর অভিযোগে দলের গঠনতন্ত্রের বিধান মোতাবেক নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহবায়ক সালাম মৃধা ও যুগ্ন-আহবায়ক সোহেল ফরাজীসহ ২ নেতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হল।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত লিখিত বহিষ্কারাদেশটি প্রকাশের সাথে সাথে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
মোঃ তরিকুল ইসলাম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বাগেরহাট প্রধান কার্যালয়:
বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত