ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) আছরের নামাজ শেষে উপজেলার মূলঘর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ লিয়াকত আলীর সভাপতিত্বে এবং মোহাম্মদ মহিদুল ইসলামের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার মুস্তাফিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা মোফাজ্জল হায়দার। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। এ সময় অত্র এলাকার গণমান্য ব্যক্তিবর্গ, জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করে।