জেলা প্রতিনিধি:
বাগেরহাট : বাগেরহাটের কচুয়ায় জুলাই গণঅভ্যুথানে আহত ও অংশগ্রহণকারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ মার্চ) বিকেলে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে কচুয়া প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কচুয়া উপজেলা নাগরিক কমিটির সদস্য সুব্রত কুমার মুখার্জি, মেহেদী হাসান রনি, আবু সাঈদ, এনামুল এহসান কাজল, জুলাই গণঅভ্যুত্থানের আহত রাকিবুল ইসলাম, হাফিজুল ইসলাম, নাজমুস সাকিব, সাংবাদিক আব্দুলাহ আল ইমরানসহ আহতদের পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
এদিন জুলাই গণঅভ্যুত্থানে আহত, রাকিবুল ইসলাম, হাফিজুল ইসলাম, নাজমুস সাকিব, সাংবাদিক আব্দুলাহ আল ইমরান এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের সংবর্ধনা দেওয়া হয়।
সুব্রত কুমার মজুমদার বলেন, সকল ফ্যাসিবাদী শক্তি ও দুর্নীতির বিরুদ্ধে এক হয়ে কাজ করতে হবে।সবাই এক যোগে কাজ করলে সমাজ দেশ পরিবর্তন হবে।সকল ফ্যাসিবাদের বিপক্ষে প্রতিবাদ করে ফ্যাসিবাদ,চাঁদাবাজি, দখলবাজি রুখে দিতে হবে।
আহত সাংবাদিক আব্দুলাহ আল ইমরান বলেন,আমরা একসময় লেখার সুযোগ পেতাম না।ফ্যাসিবাদের বিপক্ষে লিখলে আমাদের উপর হামলা চালানো হতো।৫ আগস্টের পর এইটা পরিবর্তন হয়েছে। আমরা আমাদের বাক স্বাধীনতা, লেখার স্বাধীনতা ফিরে পেয়েছি।
ঢাকা কলেজের আহত আন্দোলনকারী রকিবুল ইসলাম বলেন,আমরা দেখছি কিছু রাজনৈতিক দল নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে তাদের বলে দিতে চাই শহিদদের হত্যার বিচার যতদিন না শেষ হবে ততদিন কোন নির্বাচন আমরা চাই না।এখনও কষ্ট হয় যখন আমাদেরকে আবার রাজাকার বলে বিএনপির নেতা।শেখ হাসিনা রাজাকার বলার কারণে এতো কিছু সেই রাজাকার ২৪ এর স্বাধীনতার পর আমাদেরকে আবার বলে এতে আমরা বুঝতে পারি তারা ও সেই পতিত ফ্যাসিবাদের দোসর।
কচুয়া উপজেলার নাগরিক কমিটির সদস্য এনামুল এহসান কাজল বলেন,আমরা যদি ভেবে থাকে জুলাই এখনও শেষ হয়ে গেছে তাইলে ভুল।এখনও দুর্নীতি রয়েগেছে,তৈরি হয়েছে নতুন চাঁদা বাজ,দখলবাজ এগুলো যতদিন না দূর হবে ততদিন জুলাই শেষ হবে না। আমাদের সকলের ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে এদের বিরুদ্ধে।
মোঃ তরিকুল ইসলাম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বাগেরহাট প্রধান কার্যালয়:
বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত