মোঃ নাজমুল, মোরেলগঞ্জ
বাগেরহাটের মোরেলগঞ্জে ১১নং বহরবুনিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন জামায়াতের কঠোর সমালোচনা করেছেন।
শুক্রবার (৭ মার্চ) ফুলহাতা বাজারে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির বাগেরহাট-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী শিপন বলেন, “আওয়ামী ফ্যাসিস্টদের পূনর্বাসন করে নিষিদ্ধ সংগঠন জামায়াত আবারও রাজনৈতিক মঞ্চে ফেরার ষড়যন্ত্র করছে, যা দেশের গণতন্ত্রের জন্য চরম হুমকি।”
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আহসান ফকির, সামাদ হোসেন ফকির, আফজাল জোমাদ্দার, ফকির রাসেল আল ইসলাম, পৌর শ্রমিকদল সভাপতি মাসুদ খান চুন্নু, বহরবুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন এনামসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্যে কাজী খায়রুজ্জামান শিপন বলেন, “আজকের দিনটি বিএনপির জন্য গুরুত্বপূর্ণ। ১৯ বছর আগে তারেক রহমানকে অন্যায়ভাবে কারাবন্দী করা হয়েছিল। সেই চক্রান্ত এখনো চলছে। ১/১১-এর কুশীলবরা বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের পাশাপাশি জামায়াত আওয়ামী লীগকে পুনর্বাসনের মাধ্যমে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাইছে।
ইফতার মাহফিল শেষে তালুকদার বাড়ী হাফিজিয়া মাদ্রাসার শতাধিক এতিম ছাত্রদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। এই উদ্যোগকে মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। বিপুলসংখ্যক স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিলটি প্রাণবন্ত হয়ে ওঠে।