মোঃ নাজমুল, মোরেলগঞ্জ:
বাগেরহাটের মোরেলগঞ্জে দারসুল ফোরকান ইসলামীয়া পাঠাগারের উদ্যোগে এবং নারী ও শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায়, বিধবা ও দরিদ্র মা-বোনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২ মার্চ) পবিত্র রমজানের প্রথম রোজার দিনে মোরেলগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। দারসুল ফোরকান ইসলামীয়া পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শামছুল হক খানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ পৌর শাখার আমীর মোঃ রফিকুল ইসলাম, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ছবীর আহম্মদ, সহকারী অধ্যাপক নেছার উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি মাস্টার আল আমিন এবং সহ-সেক্রেটারি মোঃ রেজাউল করিম। এ ছাড়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর শাখার সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদারসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তারা এই মহতী উদ্যোগকে আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।
ইফতার বিতরণ কর্মসূচিতে ৭৫ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন মোঃ তাওহীদুল ইসলাম।
এই উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুবিধাভোগীরা।