সুমন,মোংলা(বাগেরহাট)প্রতিনিধিঃ
মোংলায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজানের পবিত্রতা রক্ষায় আজ শুক্রবার (২৮ফেব্রুয়ারী) বাদ আছর স্বাগত মিছিল করেছে বাংলাদেশ জামায়েত ইসলামি,মোংলা উপজেলা,পৌর শাখা ও ইমাম পরিষদ।
মিছিলটি মোংলা পোর্ট পৌর শহরের বি এল এস জামে মসজিদ থেকে শুরু হয়ে “মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে, দিনের বেলা হোটেল রোস্তারা বন্ধ করতে হবে” এ স্লোগান দিয়ে ব্যানারে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর সভা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। সংক্ষিপ্ত সমাবেশে পবিত্র মাহে রমজানকে স্বাগত ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবি জানান বক্তারা।
বক্তারা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজানকে সুযোগ হিসেবে নেয়। অধিক মুনাফার জন্য বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেন।ব্যবসায়ী ভাইদের অনুরোধ করে, যেন এই ধরনের কাজ তারা না করেন। সকল অশ্লীলতা বন্ধ করতে হবে। দিনের বেলায় সকল হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার অনুরোধও জানান।
এসময়ে জেলা নায়েবে আমীর এ্যাড,শেখ আব্দুল ওয়াদুদ, উপজেলা জামায়েত নায়েবে আমীর অধ্যাপক কহিনুর সরদার, থানা আমীর মাওঃ আবু হানিফ,পৌর আমীর এম এ বারী,পৌর ওলামা মাওঃ আব্দুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন
মোঃ তরিকুল ইসলাম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বাগেরহাট প্রধান কার্যালয়:
বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত