জেলা প্রতিনিধি বাগেরহাট
ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) এর ভূমিহীন জনগোষ্ঠীর জীবন জীবিকা সুরক্ষা প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে ৮১ জন নারীকে জীবন জীবিকা সহায়তা প্রদান করা হয়েছে।
পরিবেশের উপর জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব কমানো, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি হাত থেকে বাংলাদেশ কে রক্ষা করা এবং টেকশই জ্বালানির জন্য নবায়ন যোগ্য শক্তির প্রচারের উদ্দেশ্য ৩০ জন নারীর মধ্যে ১০ জন করে দলগত সোলার চালিত ইনকিউবেটর এবং দলগত ভাবে ১০ জন নারী কৃষকের মধ্যে সোলার চালিত সেচ পাম্প বিতরণ করা হয়। এছাড়াও ৪১ জন নারী কৃষক এর মাঝে শশা,তরমুজ, এবং করল্লার বীজ প্রদান করা হয়।
উক্ত জীবন জীবিকা সহায়তা প্রদান অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা জনাব সোহরাব হোসেন, সমাজসেবা কর্মকর্তা জনাব ফজলে এলাহী এবং কৃষি কর্মকর্তা তন্ময় দও।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের স্বাবলম্বী করতে এই ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ইনিশিয়েটিভ ফর রাইট ভিউয়ের (আইআরভি) এর এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) এর ফিল্ড কোর্ডিনেটর হাসান মাহামুদ জসীম বলেন, "আমরা বিশ্বাস করি, নারীদের ক্ষমতায়ন ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। এই প্রকল্পের মাধ্যমে আমরা ভূমিহীন নারীদের স্বাবলম্বী করার চেষ্টা করছি। আমরা আশা করি, এই সহায়তা তাদের জীবন-জীবিকায় ইতিবাচক পরিবর্তন আনবে।"
অনুষ্ঠানে নারী উদ্যোক্তারা তাদের অনুভূতি প্রকাশ করেন। তারা এই সহায়তা পেয়ে অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের স্বাবলম্বী হতে এবং পরিবারের আয় বাড়াতে সাহায্য করবে।
ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ এর অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।
মোঃ তরিকুল ইসলাম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বাগেরহাট প্রধান কার্যালয়:
বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত