মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামে গণধোলাইয়ের পর তিন গরু চোরকে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।
আটক ব্যক্তিরা হলেন—দুধনই তালতলা এলাকার আব্দুল আজিজের ছেলে আলম মিয়া (৩৫), আব্দুল লতিফের ছেলে গোলাম রাব্বি (১৭) ও সাইদুল ইসলামের ছেলে শামিম মিয়া (২৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ফাকরাবাদ এলাকার কৃষক আলী হোসেনের গোয়াল ঘরে গরু চুরি করতে ঢুকে আলম মিয়া, গোলাম রাব্বি ও শামিম মিয়া নামে এই তিন গরুচোর। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ঘেরাও করে তাদেরকে আটক করে গণধোলাই দিয়ে স্থানীয় এক মাদ্রাসার কক্ষে বেঁধে রাখে।
খবর পেয়ে থানা পুলিশ উত্তেজিত জনতাকে ন্যায় বিচারের আশ্বাস দিয়ে ওই তিন চোরকে আটক করে থানায় নিয়ে আসে। তাদেরকে আটক করে নিয়ে আসার আধা ঘণ্টা পরে ঘটনাস্থলের কাছাকাছি স্থানীয় লিটনের বাড়ির পাশ থেকে কাঠের স্তূপের মধ্যে লুকানো অবস্থায় দুই বস্তা ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ।
ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আজম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা প্রকৃতপক্ষে গরুচোর নাকি মাদক কারবারি, তা যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত এক মাসে উপজেলায় বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০টি গরু চুরির ঘটনা ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।
মোঃ তরিকুল ইসলাম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বাগেরহাট প্রধান কার্যালয়:
বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত