1. info@www.dainikgonokotha.com : দৈনিক গণকথা :
শনিবার, ১৭ মে ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক গণকথা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
বাগেরহাটে সড়ক ও জনপথ নিয়ন্ত্রিত সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু ‎ শেরপুরের নকলায় ভিক্ষুকের বসতবাড়ি আগুনে পুড়ে ছাঁই শেরপুরের উন্নয়নের দাবিতে মানববন্ধন  বাগেরহাটের কচুয়ায় ছাত্রদলের আয়োজনে অবস্থান কর্মসূচি প্রতিবাদ সমাবেশ। দাকোপে জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত  ঝিনাইগাতীতে কম্বাইন হারভেস্টারে কৃষি প্রণোদনায় বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর ধান কর্তন উদ্বোধন শেরপুরের ঝিনাইগাতীতে ৫৩ বছরেও নির্মিত হয়নি একটি পাকা ব্রিজ!  রাজশাহী নার্সিং কলেজে বি এসসি ও ডিপ্লোমা ইন নার্সিং দুপক্ষের হামলা পাল্টা হামলার মধ্যে আহত ১০  শেরপুর-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান  বিএনপি একমাত্র দল দেশ,মাটি ও মানুষের কথা বলে-দিঘলিয়ায় জেলা বিএনপি’র আহ্বায়ক-মন্টু

মোরেলগঞ্জ পরিবার পরিকল্পনা অফিসে ষড়যন্ত্রের শিকার শামীম আরা, তদন্ত নিয়ে প্রশ্ন

  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে অনিয়ম ও ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। সর্বশেষ ঘটনায় পরিবার পরিকল্পনা সহকারী শামীম আরার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক চক্রান্তের অভিযোগ উঠেছে, যার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে মেডিকেল অফিসার ও ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসান তারেক।

 

বিশ্বস্ত সূত্র জানায়, ডা. হাসান তারেক ক্ষমতার অপব্যবহার করে সহকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছেন এবং তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করছেন। অভিযোগ রয়েছে, অফিস এখন একধরনের আতঙ্কের জায়গায় পরিণত হয়েছে, যেখানে ভিন্নমত পোষণ করলেই শাস্তির শিকার হতে হচ্ছে।

শামীম আরার বিরুদ্ধে পরিকল্পিত হয়রানি?

৮ জানুয়ারি ২০২৫ তারিখে শারীরিকভাবে অসুস্থ হয়ে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি হন পরিবার পরিকল্পনা সহকারী শামীম আরা। কিন্তু অভিযোগ রয়েছে, ডা. হাসান তারেক তাকে ক্লিনিক থেকে জোরপূর্বক ডেকে এনে অপমানজনক ভাষায় গালিগালাজ করেন এবং ভয়ভীতি দেখান। এতে তার শারীরিক ও মানসিক অবস্থার আরও অবনতি ঘটে।

 

শামীম আরা এ বিষয়ে লিখিত অভিযোগ করে বলেন, “আমি অসুস্থ অবস্থায় ছিলাম, তবুও আমাকে ডেকে এনে লাঞ্ছিত করা হয়। আমার চাকরি নিয়েও হুমকি দেওয়া হয়েছে।” তার এই অভিযোগের পরও তদন্ত কমিটি নিরপেক্ষভাবে কাজ করেনি বলে জানা গেছে। এমনকি তার অনুপস্থিতিতেই তদন্ত শেষ করা হয়েছে, যা প্রশ্নবিদ্ধ।

 

বিশ্বস্ত সূত্রের দাবি, ডা. হাসান তারেক এবং তার ঘনিষ্ঠ মহল শামীম আরার চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র বাতিলের জন্য চাপ সৃষ্টি করেন এবং অফিসে ফিরে আসতে বাধ্য করেন। এতে তার আরও শারীরিক ক্ষতি হয়।

 

শামীম আরার স্বামী মিজানুর রহমান জানান, “আমার স্ত্রী অসুস্থ থাকার পরও তাকে অফিসে ডেকে নিয়ে অপমান করা হয়েছে। এতে তার অবস্থা আরও গুরুতর হয় এবং বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”

 

তিনি আরও বলেন, “আমরা বিষয়টি নিয়ে দুদকসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানিয়েছি। প্রশাসনের কাছে অনুরোধ, যেন সঠিক তদন্তের মাধ্যমে সুবিচার নিশ্চিত করা হয়।”এছাড়াও ষড়যন্ত্রের জাল বিস্তৃত করতে বিষয়টি ধামাচাপা দিতে, এবং ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে মাঠ কর্মীদের উসকে দিয়ে আন্দোলন গড়ে তোলা হয়। এ নিয়ে গতো রবিবার (১৬ ফেব্রুয়ারি) কর্মকর্তার পক্ষে সমর্থন করাতে মাঠ কর্মীদের নিয়ে বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা অফিসে অবস্থান নেন এই কর্মকর্তা ফলে ১৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বন্ধ থাকায় সাধারণ রোগীরা সেবা থেকে বঞ্চিত হন। এতে স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়।

এ বিষয়ে জানতে চাইলে ডা. হাসান তারেক অভিযোগ অস্বীকার করে বলেন, “শামীম আরা অফিসে নিয়মিত উপস্থিত থাকেন না এবং দায়িত্ব পালনে গাফিলতি করেন। তাকে নিয়ম মানতে বলা হয়েছে, তাই তিনি অসন্তুষ্ট হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

বিষয়টি নিয়ে জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপপরিচালক মো. শামসুদ্দিন মোল্লা জানান, “আমরা শামীম আরার অভিযোগ সম্পর্কে অবগত। বিষয়টি তদন্তাধীন রয়েছে, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হবে।”

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে মোরেলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ শূন্য থাকায় অফিসের প্রশাসনিক শৃঙ্খলা নষ্ট হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, এ ধরনের অনিয়ম চলতে থাকলে স্বাস্থ্যসেবা ব্যাহত হবে এবং সেবাপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন।

এখন দেখার বিষয়, প্রশাসন এই অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা নেয়—দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়, নাকি এই ষড়যন্ত্রের জাল আরও গভীর হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© দৈনিক গণকথা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট