বাবুল রহমান রবিন
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন মন্ডল (৩৫) বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের জামদানীর রাস্তার মুখে এ হামলার ঘটনা ঘটে।
নিহত মামুন ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মন্ডলের দ্বিতীয় পুত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এদিন মামুনকে মোবাইল ফোনে ডেকে নেওয়া হয়। পরে দুর্বৃত্তরা মামুনের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। ঘটনার পর স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে স্থানীয় জনতা ও শুভাকাঙ্ক্ষীরা মামুনের লাশ ধাপেরহাটে নিয়ে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কটি অবরুদ্ধ অবস্থায় রয়েছে। স্থানীয়রা এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার মোবাইল ফোনে বলেন, দুর্বৃত্তদের হামলার ঘটনায় আল মামুন মন্ডল নামের এক যুবক নিহত হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা সহ দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
মোঃ তরিকুল ইসলাম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বাগেরহাট প্রধান কার্যালয়:
বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত