সুমন,মোংলা(বাগেরহাট)প্রতিনিধিঃ
মোংলার মিয়াপাড়া এলাকায় আওয়ামীলীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত করতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এ ঘটমাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত এলাকায় থমথমে আবস্থা বিরাজ করছে।
পুলিশ সূত্রে জানা যায়, মিয়াপাড়া এলাকায় শহিদুল মোল্লার বাড়ির সামনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে হঠাৎ সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়। আহতদের মধ্যে নারীও রয়েছে।
আহতরা হলেন যুবদলের কর্মী জসিম, মাহাবুব, লিটন ও দিলরুবা এবং আওয়ামী লীগের শহিদুল মোল্লা, নাঈম মোল্লা, সাদ্দাম মোল্লা ও তার স্ত্রী পারভীন। বিএনপি সমর্থক আহত ৪ জনকে মোংলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে আওয়ামী লীগের আহত সমর্থকদের চিকিৎসার জন্য হাসপাতালে যেতে দেয়া হচ্ছে না বলে দাবি করেছেন শহিদুল মোল্লার স্বজনরা।
আহত বিএনপির সমর্থকরা জানায়, এলাকায় নাশকতার উদ্দেশ্যে আওয়ামীলীগ নেতা শহিদুল মোল্লার বাড়ীতে গোপন মিটিং হচ্ছিল। এই সংবাদ শুনে বিএনপির সমর্থকরা সেখানে যায়। কিন্তু তারা বিএনপির কর্মী-সমর্থকদের ওপর হামলা করে।
আওয়ামী লীগের আহতরা জানায়, রাতে বাড়ির সামনে বের হলেই প্রথমে শহিদুল মোল্লার ওপর হামলা করা হয়। এরপর বাড়ির ভেতরে ঢুকে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে বিএনপির লোকজন।
সংবাদ পেয়ে পুলিশ ও নৌবাহিনীর একটি দল ঘটনাস্থলে যায়। মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানিয়েছেন, পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে পুলিশ ও নৌবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য ঘটনাস্থলে পুলিশ ও নৌ সদস্য মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।