হর হামেশাই দেখিতে পাই
অনন্ত প্রেম অর্থহীন,
ব্যার্থতার গ্লানি নিয়ে
কাটে চিরদিন।
একে অপরকে রাখবে ধরে
আবেগে বাঁধে প্রতিশ্রুতি
স্বার্থলুটে খায় চেটেপুটে
বিষন্নতায় কাটে জীবনের ইতি।
অর্থ বিত্তের চেয়েও দামি
মহামূল্যবান হৃদয় মন,
দিতে চাও যারে চিন কি তারে
আসল না নকল সুজন।
যারা অতি উৎসাহী স্থায়ীত্ব নাহি
সুযোগ পেলে বলে ভালোবাসি
সঞ্চিত ধন তোমার করিবে হনন
দিবে তোমায় মিথ্যে সান্তনার হাসি
যৌবন এমন ক্ষন উতলা পবন
বুজে না সে শাসন বারন,
না করিলে ব্রত ছুটে যাবে সতীত্ব
আফসোসে কাঁদিবে অকারণ
লাইলি মজনু শিরি ফরহাদ
ইতিহাসের উজ্জ্বল নিদর্শন,
এই যুগে শুধু অর্থহীন প্রেম
ধোঁকাবাজি দিয়ে ধর্ষণ।