বাবুল রহমান রবিন
গাইবান্ধা জেলা প্রতিনিধি
আজ সকাল ১১টায় গ্রামীণ ব্যাংক ৪র্থ শ্রেণির কর্মচারী পরিষদের গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে চাকরি স্থায়ীকরণের দাবিসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করার উদ্দেশ্যে জেলা জোনাল অফিসে কর্মচারীরা উপস্থিত হন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা জোনাল ম্যানেজার কাজী মোজাম্মেল হোসেনকে স্মারকলিপি পেশ করতে গেলে ম্যানেজার অসৌজন্যমূলক আচরণ করেন এবং স্মারকলিপি গ্রহণ করতে অস্বীকৃতি জানান।
জোনাল ম্যানেজারের এই আচরণের প্রতিবাদে কর্মচারীরা জোনাল অফিসের গেটে অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক ৪র্থ শ্রেণির কর্মচারী পরিষদের গাইবান্ধা জোন সভাপতি তারেকুল ইসলাম, মিনারুল ইসলাম, এবং ইব্রাহিম মন্ডল। সংহতি জানিয়ে বক্তব্য দেন অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী।
বক্তারা বলেন, “আমরা ৪র্থ শ্রেণির কর্মচারী দীর্ঘদিন ধরে সামান্য বেতনে মানবেতর জীবনযাপন করছি। আমাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে সারাদেশব্যাপী কর্মসূচি পালন করছি। কিন্তু জোনাল অফিসার আমাদের প্রতি অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং স্মারকলিপি প্রত্যাখ্যান করেছেন। আমরা এই আচরণের তীব্র প্রতিবাদ জানাই এবং সকল স্তরের জনগণকে আমাদের আন্দোলনে সমর্থন জানাতে আহ্বান করছি।”