কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি।।
সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়ায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস -২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ (নভেম্বর) শনিবার উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দন দের আয়োজনে সকাল ১১ টায় কচুয়া উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় কচুয়া উপজেলা সমবায় অফিসার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে. এম. আবু নওশাদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি বিজয় কুমার জোয়াদ্দার, কচুয়া থানার তদন্ত কর্মকর্তা দেবাশীষ মন্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বিএমএসএফ এর কচুয়া উপজেলা শাখার সভাপতি তুহিন খান,কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি তরিকুল ইসলাম,সাংবাদিক রাকিবুল হাচান, শিকদার সাইদুল ইসলাম সহ প্রমুখ।
এর আগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে উপজেলা কার্যালয় থেকে একটি সমবায় রেলী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।