বাবুল রহমান রবিন
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটায় মাছ ব্যবসায়ী শ্রীধাম চন্দ্র দাসকে (৩৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে সাঘাটা থানা থেকে এ তথ্য জানা গেছে। এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে বোনারপাড়া মাছের আড়তে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীধাম চন্দ্র দাস স্থানীয় বিলে মাছ চাষ করে আসছিলেন। সেখানে মন্দিরের বৈদ্যুতিক লাইন নিয়ে স্থানীয় মিলন মিয়াদের বিরোধ চলে আসছিল। এতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।এ কর্মকর্তা জানান, বৈদ্যুতিক লাইন নেয়ার বিরোধের জেরে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তদন্তপূর্বক জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে ।
এ বিষয়ে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, খরব পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ তরিকুল ইসলাম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বাগেরহাট প্রধান কার্যালয়:
বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত