মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের মেকিয়ারকান্দা গ্রামে পুকুর থেকে ইলমা আক্তার (১১ তরুণীর লাশ উদ্ধার করেছে, ধোবাউড়া থানা পুলিশ। পরিবার সুত্রে জানাযায় ইলমা আক্তার কে গতকাল বিকেল থেকে খুজে পাওয়া যাচ্ছিল না। আজ বৃহস্পতিবার সকালে আল আমিন এর বাড়ির সংলগ্ন পুকুরে লাশ ভেসে থাকতে দেখে নিহতের পরিবার কে স্থানীয়রা খবর দেয়,নিহতের পরিবারের লোকজন এসে পুকুরে লাশ ভেসে থাকতে দেখে কান্নায় ভেঙে পরেন। ইলমা আক্তারে মেকিয়ারকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী ছিল।,মেকিয়ার কান্না গ্রামের জাহর আলীর মেয়ের ঘরের নাতনী ইলমা আক্তার বলে জানাযায়।
আজ ২৪অক্টোবর বৃহস্পতিবার সকালে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
পুকুরে এক তরুণীর লাশ ভেসে থাকতে দেখতে পায় স্থানীয়রা,।পরে ধোবাউড়া থানা পুলিশকে খবর দেওয়া হলে, এস আই শামছুল হক ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৃত তরুণীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ করেন নিহতের পরিবার।
ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার বলেন নিহত তরুণীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে, প্রাথমিক ভাবে কিছু বলা যাচ্ছে না, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধোবাউড়ায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।