সুমন,মোংলা(বাগেরহাট)প্রতিনিধি:
মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নে ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩অক্টোবর) বিকালে বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস।
সভায় উদয় শংকর বিশ্বাস বলেন, প্রস্তুতি হিসেবে ঘূর্ণিঝড় মোকাবিলায় সংকেত বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেই সতর্কবার্তা প্রচারে মাইকিং করতে হবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ এলাকায় যারা বসবাস করছেন তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসতে হবে।সকলকে নিরাপদ আশ্রয়ে আসতে সহায়তা করতে হবে। ইউনিয়নের সকল সেচ্ছাসেবী সংগঠনকে প্রস্তুতসহ দুর্যোগ মোকাবিলায় নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
এসময় ইউনিয়নের ওয়ার্ড মেম্বর,ইউনিয়ন চৌকিদার ওসিপিপি সদস্যরা উপস্থিত ছিলেন।