কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি।।
স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ এমন স্লোগানকে সামনে রেখে কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল কচুয়া বাগেরহাট এর আয়োজনে ১৫ অক্টোবর হাত ধোয়া দিবসের ধারাবাহিকতার অংশ হিসাবে আজ কচুয়া উপজেলা চত্বরে হাত ধোয়া বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
কচুয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো: রায়হান হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম.আবু নওশাদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া থানার তদন্ত কর্মকর্তা দেবাশীষ মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ.এস.এম মাহাবুবুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ মনিসংকর পাইক, মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী,কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ শামসুন্নাহার, নির্বাচন অফিসার হিমাশু প্রকাশ বিশ্বাস,কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী সহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির কর্মকর্তা, শিক্ষার্থী প্রমুখ।
মোঃ তরিকুল ইসলাম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বাগেরহাট প্রধান কার্যালয়:
বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত