কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি।।
সারা দেশের ন্যায় বাগেরহাটের কচুয়ায় ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জন্য জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা দান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি(ইপিআই) স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর মাধ্যমে এ টিকা দান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর ফলে কৈশোর কালীন স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। ইতিমধ্যে এইচপিভি টিকা পেতে www.vaxepi.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করা হয়েছে।
এ উপজেলায় আগামী ২৪ তারিখ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত কিশোরীদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে। এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে.এম.আবু নওশাদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ.এস.এম মাহাবুবুল আলম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ মনিসংকর পাইক কে সাথে নিয়ে মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত কিশোরীদের মাঝে টিকা নেওয়ায় উপকারিতা ও গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন।
এ সময় মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মনিরুজ্জামান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মোঃ তরিকুল ইসলাম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বাগেরহাট প্রধান কার্যালয়:
বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত