প্রথম এসেছিল আদম হাওয়া
ফুটিয়ে ছিল শান্তি সুখের ফুল
সেজদা করেছিল সকল সৃষ্টি
শুধু ইবলিশ করেছিল ভুল।
এসেছে বহু নবী রাসুল
ওলি আওলিয়া পীর
বিশ্ব জয়ি শাসক ছিল
খালেদ বীন ওয়ালিদের মত বীর।
ফেরাউন ছিল দেমাগ নিয়ে
নিজেই বলিত আমি খোদা
নমরোধ ছিল অহংকার নিয়ে
মারলো শেষে লেংড়া মশা।
অত্যাচারী রাবন ছিল
ধ্বংস করল কংশ
জুলুমবাজ হত্যাকারী অসুর ছিল
সেও একদিন হয়ে গেল ধ্বংস।
আসছ ভবে হেসে খেলে
কাটলো জীবন বেশ
যেতে হবে পরপারে
ধরা পড়লে সবই শেষ।
এই দুনিয়ার বাহাদুরি
তুচ্ছ জিনিস ভাই
জীবিত খুব অল্প সময়
বেঁচে থাকতে চাঁই।
যেতে হবে সবার একদিন
যাবার গাড়ি শূন্য
পূন্য জীবন গড়তে পারলে
আখের জীবন হবে তোমার ধন্য।